গানটি অ্যাড করেছেন ঃ সুজন সরকার জয় ঢাকা মালিকান্দা, নাবাবগঞ্জ, আমার মরন হলে সমাধিতে ফুল দিতে যেওনা কখনো ভুল করে দু চোখের জল তুমি ফেলনা (২) আনি ভীষণ কষ্ট পাবো আমার আমার আত্মা শান্তি পাবেনা... আমার মরন হলে সমাধিতে ফুল দিতে যেওনা কখনো ভুল করে দু চোখের জল তুমি ফেলনা । পারো যদি মুছে দিও আমার সব সৃতি ভুলে যেও এই আমি ছিলাম তোমার সাথি (২) ভীষণ কষ্ট পাবো আমার আমার আত্মা শান্তি পাবেনা... আমার মরন হলে সমাধিতে ফুল দিতে যেওনা কখনো ভুল করে দু চোখের জল তুমি ফেলনা । ফেলে আশা ভালোবাসা ডেকো না তার পিছু যা হবার হয়ে গেছে রেখো না মনে কিছু (২) ভীষণ কষ্ট পাবো আমার আমার আত্মা শান্তি পাবেনা... আমার মরন হলে সমাধিতে ফুল দিতে যেওনা কখনো ভুল করে দু চোখের জল তুমি ফেলনা আনি ভীষণ কষ্ট পাবো আমার আমার আত্মা শান্তি পাবেনা... আমার মরন হলে সমাধিতে ফুল দিতে যেওনা কখনো ভুল করে দু চোখের জল তুমি ফেলনা