এই চৈতি সন্ধ্যা যায় বৃথা
মোর রিক্ত শূন্য মন নিয়ে
আজ নাই, তুমি নাই, তোমার নাম
যাই লিখে আঁখিজল দিয়ে
এই চৈতি সন্ধ্যা যায় বৃথা
রিক্ত শূন্য মন নিয়ে
♪
তারা ভরা ওই রাত আসে
চাঁদ হাসে আর ফুল হাসে
আজ তুমি শুধু নাই পাশে
মোর মনে তাই মেঘ ভাসে
নাই, তুমি নাই, তোমার নাম
যাই লিখে আঁখিজল দিয়ে
এই চৈতি সন্ধ্যা যায় বৃথা
রিক্ত শূন্য মন নিয়ে
♪
মনে আছে, আজও আছে মনে
মন দেয়া-নেয়া ফুলবনে
যে গান গেয়েছি দুইজনে
কাঁদায় তা আজ ক্ষণে ক্ষণে
নাই, তুমি নাই, তোমার নাম
যাই লিখে আঁখিজল দিয়ে
এই চৈতি সন্ধ্যা যায় বৃথা
রিক্ত শূন্য মন নিয়ে
♪
এ কি নিয়তির নীতি-লেখা
আর কত কাল রবো একা
দাও, সাথী, আজ দাও দেখা
দাও মুছে আঁখি জলরেখা
নাই, তুমি নাই, তোমার নাম
যাই লিখে আঁখিজল দিয়ে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя