S. D. Burman - Amar Milan Malati текст песни
Исполнитель:
S. D. Burman
альбом: S D Burman Rare Bangla Songs Vol 1 To 4
আমার মিলন মালাটি তুমি রেখো না গলে
আমার মিলন মালাটি তুমি রেখো না গলে
আজি ভাসায়ে দিও, ভাসায়ে দিও, দিও নয়ন জলে
মিলন মালাটি তুমি রেখো না গলে
আমার মিলন মালাটি তুমি রেখো না গলে
আমার মিলন মালাটি তুমি রেখো না গলে
ভাঙিল প্রাণের মেলা, নামিল বিদায়বেলা
ভাঙিল প্রাণের মেলা, নামিল বিদায়বেলা
প্রদীপ নিভায়ে দিও যদি সে এখনো জ্বলে
প্রদীপ নিভায়ে দিও যদি সে এখনো জ্বলে
তুমি রেখো না গলে
আমার মিলন মালাটি তুমি রেখো না গলে
আজি বিরহ বেদনা কেহ তো বুঝিলো না
গোপনে গোপনে জীবনে-মরণে কিছু কি রহিল না
কেহ তো বুঝিলো না
♪
খুলিয়া দিলে যে রাঁখি, পরানে জড়ালো নাকি?
খুলিয়া দিলে যে রাঁখি, পরানে জড়ালো নাকি?
বাহিরে কাঁদিছে নিগূঢ় রজনী প্রভাত হৃদয়-তলে
বাহিরে কাঁদিছে
বাহিরে কাঁদিছে নিগূঢ় রজনী প্রভাত হৃদয়-তলে
তুমি রেখো না গলে
আমার মিলন মালাটি তুমি রেখো না গলে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя