Kishore Kumar Hits

S. D. Burman - Pinjirar Pakhir Moto текст песни

Исполнитель: S. D. Burman

альбом: S D Burman Rare Bangla Songs Vol 1 To 4


পিঞ্জিরার পাখির মতো
আমি পিঞ্জিরার পাখির মতো উইড়া গিয়া দেখি
কোথায় গো আমার কালো পাখি
পিঞ্জিরার পাখির মতো উইড়া গিয়া দেখি
কোথায় গো আমার কালো পাখি
যদি গো পাইতাম
ওরে যদি গো পাইতাম
হৃদয়ে বসাইতাম, শুনিতাম মধুর বুলি
যদি গো পাইতাম
হৃদয়ে বসাইতাম, শুনিতাম মধুর বুলি
জীবন থাকিতে না পাইলাম দেখিতে
আমার জীবন থাকিতে না পাইলাম দেখিতে
আমার মরণের আর আছে ক'দিন বাকি
কোথায় গো আমার কালো পাখি
আমার মরণের আর আছে ক'দিন বাকি
কোথায় গো আমার কালো পাখি
পিঞ্জিরার পাখির মতো
পিঞ্জিরার পাখির মতো উইড়া গিয়া দেখি
কোথায় গো আমার কালো পাখি
সখি সব মিলিয়া
সখি সব মিলিয়া
ধরিয়া ধরিয়া চলো যাই যমুনার জলে
সখি সব মিলিয়া
ধরিয়া ধরিয়া চলো যাই যমুনার জলে
মৃত্তিকা তুলিয়া গঙ্গার জল মিশাইয়া
মৃত্তিকা তুলিয়া গঙ্গার জল মিশাইয়া
আমার ললাটে লেখিও কমলআঁখি
কোথায় গো আমার কালো পাখি
আমার ললাটে লিখিও কমল আঁখি
কোথায় গো আমার কালো পাখি
পিঞ্জিরার পাখির মতো উইড়া গিয়া দেখি

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители