এই মহুয়া বনে, এই মহুয়া বনে মনের হরিণ, মনের হরিণ হারিয়ে গেছে খুঁজি আপন মনে, খুঁজি আপন মনে এই মহুয়া বনে, এই মহুয়া বনে এ কাননের তরুলতা জানে কি তার পথের কথা? এ কাননের তরুলতা এ কাননের তরুলতা জানে কি জানে তার জানে কি তার পথের কথা? সে গেল হয়ে আচমকা কোন পথিক হাওয়া সনে কোন পথিক হাওয়া সনে খুঁজি আপন মনে এই মহুয়া বনে, এই মহুয়া বনে বাঁধন-ভীতু, ভীতু মায়ামৃগের বন্দী করে, হায় হারিয়ে তারে দু'নয়নে অশ্রু ঝরে যায় মনের দুয়ার ভেঙে দিয়ে, ভেঙে দিয়ে মনের দুয়ার ভেঙে দিয়ে সে গেল রে মুক্তি নিয়ে আমি তার মায়াতে বন্দী হয়ে কাঁদি, কাঁদি সংগোপনে খুঁজি আপন মনে এই মহুয়া বনে মনের হরিণ হারিয়ে গেছে খুঁজি আপন মনে এই মহুয়া বনে