Kishore Kumar Hits

S. D. Burman - Chhilo Madhabi Raati Go текст песни

Исполнитель: S. D. Burman

альбом: Magic Of S D Burman


ছিল মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
শিয়রে লয়ে চাঁদ
শিয়রে লয়ে চাঁদ
শিয়রে লয়ে চাঁদ
ছিলে আঁচল বাঁধি গো
মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
আবেশে রাতের পাখি
আবেশে রাতের পাখি
কী কথা কহিল ডাকি?
আবেশে রাতের পাখি
কী কথা কহিল ডাকি?
দেখিনু মোর গলে
দেখিনু মোর গলে
দিলে মালা কি গাঁথি গো
মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
কখন মেঘদল ঘিরিল চাঁদ হায়
ঝরিল চোখে মোর বারি
তখন পাখি হায় কেন গো গাহিল না
কোথা যে গেল নীড় ছাড়ি
কখন মেঘদল ঘিরিল চাঁদ হায়
ঝরিল চোখে মোর বারি
তখন পাখি হায় কেন গো গাহিল না
কোথা যে গেল নীড় ছাড়ি
বুঝি ভুলে অকারণে
বুঝি ভুলে অকারণে
হল দেখা তব সনে
মিলনক্ষণে তাই
মিলনক্ষণে তাই
নিভে মিলনবাতি গো
মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
ছিল মাধবী, ছিল মাধবী
ছিল মাধবীরাতি গো

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители