ও, প্রেম-যমুনায়-
প্রেম-যমুনায় হয়ত কেউ
ঢেউ দিল, ঢেউ দিল রে
আকুল হিয়া দুকূল বুঝি ভাঙল রে
ও, প্রেম-যমুনায়-
প্রেম-যমুনায় হয়ত কেউ
ঢেউ দিল, ঢেউ দিল রে
আকুল হিয়া দুকূল বুঝি ভাঙল রে
কেউ ঢেউ দিল, ঢেউ দিল রে
আকুল হিয়া দুকূল বুঝি ভাঙল রে
♪
ভাঙল বুঝি লাজের বাধা একটি পলকে
পড়ল ধরা, পড়ল ধরা মনের কথা আঁখির ঝলকে
লাগল চমক, লাগল চমক রঙের খেলায়
রাঙলো সবই, রাঙলো যে
আকুল হিয়া দুকূল বুঝি ভাঙল রে
কেউ ঢেউ দিল, ঢেউ দিল রে
আকুল হিয়া দুকূল বুঝি ভাঙল রে
ও, প্রেম-যমুনায়-
♪
মন যে বলে আনন্দেতে
'মানবো না মানা, মানবো না'
আপন-পরের মাঝখানে আজ
নাই রে সীমানা, মানবো না
পর ছিল যে, পর ছিল যে ঘর যে তাকে
আনল ডেকে, আনল রে
আকুল হিয়া দুকূল বুঝি ভাঙল রে
কেউ ঢেউ দিল, ঢেউ দিল রে
আকুল হিয়া দুকূল বুঝি ভাঙল রে
ও, প্রেম-যমুনায়-
♪
দীপের আলোয় ঝাঁপ দিতে চায় যেমন পতঙ্গ
কূলকে যেমন অকূলপানে টানে তরঙ্গ, টানে তরঙ্গ
কোন অচেনা, কোন অচেনা তেমনি আমায়
টানল কাছে, টানল রে
আকুল হিয়া দুকূল বুঝি ভাঙল রে
কেউ ঢেউ দিল, ঢেউ দিল রে
আকুল হিয়া দুকূল বুঝি ভাঙল রে
ও, প্রেম-যমুনায়-
প্রেম-যমুনায় হয়ত কেউ
ঢেউ দিল, ঢেউ দিল
ঢেউ দিল, ঢেউ দিল রে
আকুল হিয়া দুকূল বুঝি ভাঙল রে
ও, প্রেম-যমুনায়-
Поcмотреть все песни артиста