প্রভু তুমি আমারই, ক্ষমা করো, প্রভু ক্ষমা করো
অনেক গুনাহ আমি করেছি, তুমি রহম করো, প্রভু রহম করো
গুনাহ করেছি আমি জানি তাই আমি হলাম আসামি
তোমায় বাসবো ভালো তুমি নূরের আলো তুমি সর্ব শক্তিমান
প্রভু তুমি আমারই, ক্ষমা করো, প্রভু ক্ষমা করো
অনেক গুনাহ আমি করেছি, তুমি রহম করো, প্রভু রহম করো
এক দিন আসবে ছেড়ে চলে যাবো এই জীবন আমরা
সেই দিন কবরে একা শুয়ে থাকবো আমরা
হাতটি খালি নিয়ে প্রভু এসেছি তোমার দরবারে তুমি মুক্তি দাও
পাহাড়ের সমান আমি গুনাহগারি তুমি রহমকরনা আমায় পানা দেও
প্রভু তুমি আমারই, ক্ষমা করো, প্রভু ক্ষমা করো
অনেক গুনাহ আমি করেছি, তুমি রহম করো, প্রভু রহম করো
কেয়ামতের মাঠে আমায় রক্ষা করো
সূর্যের তাপ থেকে তুমি ছায়া দিও
নবীজীর হাতের পানি নসীব করিও
উনার উসিলায় আমায় ক্ষমা করো
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя