Dipto - Dighir Jal текст песни
Исполнитель:
Dipto
альбом: Akta Shorol Onko
দিঘির জলে মৃদু আলোড়ন
রোদে পুড়ে জল বাষ্পে সমন
মেঘ জমে জমে বৃষ্টি ঘনায়
জল ঢেলে আকাশ রাখি তারপর
♪
দিঘির জলে মৃদু আলোড়ন
রোদে পুড়ে জল বাষ্পে সমন
মেঘ জমে জমে বৃষ্টি ঘনায়
জল ঢেলে আকাশ রাখি তারপর
আকাশ সাজাই জলের ধারায়
পলি জমা পড়ে মাটির মায়ায়
মেঘের আড়ে কৃষাণ তাকায়
এত এত জল ছিল যে কোথায়
♪
ঘাটে ঘাটে ছড়ায় সুধা
কবি বসে লেখেন কবিতা
♪
বৃষ্টির ধারা, মাছেদের মেলা
বড়শি সাজিয়ে বালকের খেলা
♪
দিঘির জলে কিশোরীর স্নান
কাপড় ধুয়ে মা উঠোনে শুকান
নীরব দুপুর একা একা লাগে
তখনই মনেতে কথাগুলো জাগে
আকাশ সাজাই জলের ধারায়
পলি জমা পড়ে মাটির মায়ায়
মেঘের আড়ে কৃষাণ তাকায়
এত এত জল ছিল যে কোথায়
দিঘির জলে মৃদু আলোড়ন
নীরব দুপুর একা একা লাগে
তখনই মনেতে কথাগুলো
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя