আমি রোদে পুড়ি সারাদিন ধরে উপোষ ভি সারাবেলা প্রাতঃরাশ সারি বাসি খাবারে অসুখের ধার ধারি না বৃষ্টিতে কাকভেজা উদোম গায়ে রাস্তার পাশে ময়লা কাপে চা ইচ্ছে মতন পড়ে থাকা অসুখের ধার ধারি না আমার স্বভাব বদলায় না আমার বৈরাগ্য মেটে না কোনো এক আশির্বাদের গুণে অসুখ করে না ♪ আমি শীতে কাঁপি পাতলা চাদরে সিগারেট হলেই বাঁচি কেটে গেলে কোথাও বাতাসে শুকোয় ভিটামিনের ধার ধারি না ভালোবাসি না অনেক দিন ধরে নতুন মোড়কে সাজি না তোমার জন্য ময়লা ঝাড়িনি চিপসের কোনোদিন তোমার তা চোখে পড়ে না আমার স্বভাব বদলায় না আমার বৈরাগ্য মেটে না কোনো এক আশির্বাদের গুণে অসুখ করে না ♪ আমি থাকি তোমার কাছাকাছি ছোঁয়াচে রোগেরাও তাই কাছে এলে ছুঁয়ে দিলে আদরের ছলে দেখতে চাও আমার কী হয়? আমি থাকি তোমার কাছাকাছি ছোঁয়াচে রোগেরাও তাই কাছে এলে ছুঁয়ে দিলে আদরের ছলে দেখতে চাও আমার কী হয়? ♪ আমি থাকি তোমার কাছাকাছি ছোঁয়াচে রোগেরাও তাই কাছে এলে ছুঁয়ে দিলে আদরের ছলে দেখতে চাও আমার কী হয়? আমি থাকি তোমার কাছাকাছি ছোঁয়াচে রোগেরাও তাই কাছে এলে ছুঁয়ে দিলে আদরের ছলে দেখতে চাও আমার কী হয়? আমি থাকি তোমার কাছাকাছি ছোঁয়াচে রোগেরাও তাই কাছে এলে ছুঁয়ে দিলে আদরের ছলে দেখতে চাও আমার কী হয়? আমি থাকি তোমার কাছাকাছি ছোঁয়াচে রোগেরাও তাই কাছে এলে ছুঁয়ে দিলে আদরের ছলে দেখতে চাও আমার কী হয়?