Susmita Patra - De Pore De Amay Tora текст песни
Исполнитель:
Susmita Patra
альбом: Ganthi Sahanay Bani
দে পড়ে দে আমায় তোরা
কী কথা আজ লিখেছে সে, দে
দে পড়ে দে আমায় তোরা
কী কথা আজ লিখেছে সে, দে
তার দূরের বাণীর পরশমানিক
তার দূরের বাণীর পরশমানিক
লাগুক আমার প্রাণে এসে, দে
দে পড়ে দে আমায় তোরা
কী কথা আজ লিখেছে সে, দে
♪
শস্যখেতের গন্ধখানি একলা ঘরে দিক সে আনি
শস্যখেতের গন্ধখানি একলা ঘরে দিক সে আনি
ক্লান্তগমন পান্থহাওয়া লাগুক আমার মুক্ত কেশে, দে
দে পড়ে দে আমায় তোরা
কী কথা আজ লিখেছে সে, দে
♪
নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে
ধূসর পথের উদাস বরন মেলুক আমার বাতায়নে
নীল আকাশের সুরটি নিয়ে-
সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াব প্রাণ রঙের খেলায়
সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াব প্রাণ রঙের খেলায়
আপনমনে চোখের কোণে অশ্রু-আভাস উঠবে ভেসে, দে
দে পড়ে দে আমায় তোরা
কী কথা আজ লিখেছে সে, দে
তার দূরের বাণীর পরশমানিক
তার দূরের বাণীর পরশমানিক
লাগুক আমার প্রাণে এসে, দে
দে পড়ে দে আমায় তোরা
কী কথা আজ লিখেছে সে, দে
দে পড়ে দে আমায় তোরা
কী কথা আজ লিখেছে সে, দে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя