Kishore Kumar Hits

Kalpurush - Amar Bela Je Jay текст песни

Исполнитель: Kalpurush

альбом: Robi Rockz, Vol. 2


আমার বেলা যে যায়, সাঁঝ বেলাতে
তোমর সুরে সুরে, সুর মেলতে
আমার বেলা যে যায়, সাঁঝ বেলাতে
তোমর সুরে সুরে, সুর মেলতে
আমার বেলা যে যায়,
বেলা যে যায়
একতারাটির একটি তারে, গানের বেদন বইতে নারে
একতারাটি একটি তারে, গানের বেদন বইতে নারে
তোমর সাথে বারে বারে
হার মেনেছি এ্ই খেলাতে
তোমর সুরে সুরে, সুর মেলতে
আমার বেলা যে যায়, সাঁঝ বেলাতে
তোমর সুরে সুরে, সুর মেলতে
আমার বেলা যে যায়
...
এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে
আমার এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে
গানের লীলার সেই কিনারে
যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয় পারাবরে
রাগ-রাগিণীর জাল ফেলাতে
তোমর সুরে সুরে, সুর মেলতে
আমার বেলা যে যায়, সাঁঝ বেলাতে
তোমর সুরে সুরে, সুর মেলতে
আমার বেলা যে যায়
বেলা যে যায়

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Ludo

2006 · альбом

Похожие исполнители

Pota

Исполнитель