Kishore Kumar Hits

Gita Ghatak - Amar E Gaan текст песни

Исполнитель: Gita Ghatak

альбом: Tumi Ami


শোনাই কখন বলো
ভরা চোখের মতো যখন নদী
করবে ছলছল
ঘনিয়ে যখন আসবে মেঘের ভার
বহু কালের পরে
না যেতে দিন সজল অন্ধকার
নামবে তোমার ঘরে
যখন তোমার কাজ কিছু নেই হাতে
তবুও বেলা আছে
সাথি তোমার আসত যারা রাতে
আসে নি কেউ কাছে
তখন আমায় মনে পড়ে যদি
গাইতে যদি বল
নবমেঘের ছায়ায় যখন নদী
করবে ছলছল
ম্লান আলোয় দখিন-বাতায়নে
বসবে তুমি একা
আমি গাব বসে ঘরের কোণে
যাবে না মুখ দেখা
ফুরাবে দিন, আঁধার ঘন হবে
বৃষ্টি হবে শুরু
উঠবে বেজে মৃদুগভীর রবে
মেঘের গুরুগুরু
ভিজে পাতার গন্ধ আসবে ঘরে
ভিজে মাটির বাস
মিলিয়ে যাবে বৃষ্টির ঝর্ঝরে
বনের নিশ্বাস
বাদল-সাঁঝে আঁধার বাতায়নে
বসবে তুমি একা
আমি গেয়ে যাব আপন-মনে
যাবে না মুখ দেখা
ও ঘর হতে যবে প্রদীপ জ্বেলে
আনবে আচম্বিত
সেতারখানি মাটির 'পরে ফেলে
থামাব মোর গীত
হঠাৎ যদি মুখ ফিরিয়ে তবে
চাহ আমার পানে
এক নিমিষে হয়তো বুঝে লবে
কী আছে মোর গানে
নামায়ে মুখ নয়ন করে নিচু
বাহির হয়ে যাব
একলা ঘরে যদি কোনো কিছু
আপন মনে ভাব
থামায়ে গান আমি চলে গেলে
যদি আচম্বিত
বাদল-রাতে আঁধারে চোখ মেলে
শোন আমার গীত

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители