Kishore Kumar Hits

Gita Ghatak - Daya Diye текст песни

Исполнитель: Gita Ghatak

альбом: Tumi Ami


দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে
নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে
দয়া, তব দয়া
তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে

তোমায় দিতে পূজার ডালি
বেড়িয়ে পড়ে সকল কালি
তোমায় দিতে পূজার ডালি
বেড়িয়ে পড়ে সকল কালি
পরান আমার পারি নে তাই পায়ে থুতে
দয়া, তব দয়া
তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে

এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা
সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা
এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা
সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা
আজ ওই শুভ্র কোলের তরে
ব্যাকুল হৃদয় কেঁদে মরে
আজ ওই শুভ্র কোলের তরে
ব্যাকুল হৃদয় কেঁদে মরে
দিয়ো না গো, দিয়ো না আর ধুলায় শুতে
দয়া, তব দয়া
তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে
নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে
দয়া, তব দয়া
তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители