Kishore Kumar Hits

Gita Ghatak - Bojao Re Mohan Bashi текст песни

Исполнитель: Gita Ghatak

альбом: Bojao Re Mohan Bashi


বজাও রে মোহন বাঁশি
বজাও রে মোহন বাঁশি
সারা দিবসক বিরহদহনদুখ
মরমক তিয়াষ নাশি
বজাও রে মোহন বাঁশি
রিঝমনভেদন বাঁশরিবাদন
কঁহা শিখলি রে কান
রিঝমনভেদন বাঁশরিবাদন
কঁহা শিখলি রে কান
হানে থিরথির, মরমঅবশকর
লহু বহু মধুময় বাণ
বাজাও রে মোহন বাঁশি
সাধ যায় ইহ চন্দ্রমকিরণে
কুসুমিত কুঞ্জবিতানে
সাধ যায় ইহ চন্দ্রমকিরণে
কুসুমিত কুঞ্জবিতানে
বসন্তবায়ে প্রাণ মিশায়ব
বাঁশিক সুমধুর গানে
প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়
রাধাময় তব বেণু
প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়
রাধাময় তব বেণু
জয় জয় মাধব, জয় জয় রাধা
চরণে প্রণমে ভানু
বাজাও রে মোহন বাঁশি
বাজাও রে মোহন বাঁশি
বাজাও রে মোহন বাঁশি

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители