Kishore Kumar Hits

Bratati Bandyopadhyay - Aami Khunjchhilam Tomay Aamar Gane Gane текст песни

Исполнитель: Bratati Bandyopadhyay

альбом: Amar Mita, Vol. 02


আমি খুঁজছিলাম তোমায় আমার গানে গানে
আমি চেয়েছিলাম ওই যে তারার পানে
কখন এসে চুপিচুপি চাঁদ এলো গগনে
আমি পেলাম ফুলেতে কাঁটা পাপড়ির নিচে কোণে
আমি পেলাম খুঁজে ব্যথা পাখিদের কলতানে
টিপটিপটিপ বৃষ্টি হলে শুরু
তোমায় দেখছিলাম বিস্ময়ে বৃষ্টির মাঝখানে
আমি দেখছিলাম বিস্ময়ে বৃষ্টির মাঝখানে
দেখি চাঁদ যে গেল ঢেকে ধূসর মেঘের ফাঁকে
কুয়াশায় ঢাকা কী আশায় আঁকা সৃষ্টির নন্দনে
আমি খুঁজছিলাম তোমায় আমার গানে গানে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители