Swagatalakshmi Dasgupta - Doibe Tumi Kokhon Nesay Peye текст песни
Исполнитель:
Swagatalakshmi Dasgupta
альбом: Doibe Tumi Kokhon Nesay Peye
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
আপন মনে যাও
যাও তুমি গান গেয়ে গেয়ে
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
যে আকাশে সুরের লেখা লেখো
তার পানে রই চেয়ে চেয়ে
যাও, যাও তুমি গান গেয়ে গেয়ে
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
হৃদয় আমার অদৃশ্যে যায় চলে
চেনা দিনের ঠিক-ঠিকানা ভোলে
হৃদয় আমার অদৃশ্যে যায় চলে
চেনা দিনের ঠিক-ঠিকানা ভোলে
মৌমাছিরা আপনা হারায় যেন
গন্ধের পথ বেয়ে বেয়ে
যাও, যাও তুমি গান গেয়ে গেয়ে
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
গানের টানা-জালে
নিমেষ-ঘেরা গহন থেকে
তোলে অসীমকালে
গানের টানা-জালে
নিমেষ-ঘেরা গহন থেকে
তোলে অসীমকালে
মাটির আড়াল করি ভেদন
সুরলোকের আনে বেদন
মাটির আড়াল করি ভেদন
সুরলোকের আনে বেদন
মর্তলোকের বীণার তারে
রাগিণী দেয় ছেয়ে
যাও, যাও তুমি গান গেয়ে গেয়ে
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
আপন মনে যাও
যাও তুমি গান গেয়ে গেয়ে
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя