Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - De Tora Amay текст песни

Исполнитель: Rezwana Choudhury Bannya

альбом: Megher Pore Megh


দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে
দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে
হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি
বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে
শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আবরণে
দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে
বাজুক প্রেমের মায়ামন্ত্রে, পুলকিত প্রাণের বীণাযন্ত্রে
চিরসুন্দরের অভিবন্দনা
আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে
যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে
দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে
দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители