Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Tumi To Sei Jabei Choley текст песни

Исполнитель: Rezwana Choudhury Bannya

альбом: Best Of Rezwana Choudhuri Bannya Rabindra Sangeet


তুমি তো সেই যাবেই চলে
কিছু তো না রবে বাকি
তুমি তো সেই যাবেই চলে
আমায় ব্যথা দিয়ে গেলে
জেগে রবে সেই কথা কি
সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে

তুমি পথিক আপন মনে
এলে আমার কুসুমবনে
তুমি পথিক আপন মনে
এলে আমার কুসুমবনে
চরণপাতে যা দাও দলে
সে-সব আমি দেব ঢাকি
তো সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে

বেলা যাবে আঁধার হবে
একা বসে হৃদয় ভরে
আমার বেদনখানি আমি
রেখে দেবো মধুর করে
বেলা যাবে আঁধার হবে
একা বসে হৃদয় ভরে
আমার বেদনখানি আমি
রেখে দেবো মধুর করে
বিদায় বাঁশির করুণ রবে
সাঁঝের গগন মগন হবে
বিদায় বাঁশির করুণ রবে
সাঁঝের গগন মগন হবে
চোখের জলে দুখের শোভা
নবীন করে দেব রাখি
তো সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে
কিছু তো না রবে বাকি
তুমি তো সেই যাবেই চলে
আমায় ব্যথা দিয়ে গেলে
জেগে রবে সেই কথা কি
সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители