Kishore Kumar Hits

Pijushkanti Sarkar - Na Bole Jai Pahhay текст песни

Исполнитель: Pijushkanti Sarkar

альбом: Shatabdir Rabi, Vol 3


না বলে যায় পাছে সে
আঁখি মোর ঘুম না জানে
না বলে যায় পাছে সে
আঁখি মোর ঘুম না জানে
না বলে যায় পাছে সে
কাছে তার রই
তবুও ব্যথা যে রয় পরানে
আঁখি মোর ঘুম না জানে
না বলে যায় পাছে সে

যে পথিক পথের ভুলে এল মোর প্রানের কূলে
যে পথিক পথের ভুলে এল মোর প্রানের কূলে
পাছে তার ভুল ভেঙে যায় চলে যায় কোন উজানে
আঁখি মোর ঘুম না জানে
না বলে যায় পাছে সে
আঁখি মোর ঘুম না জানে
না বলে যায় পাছে সে

এল যেই এল আমার আগল টুটে
খোলা দ্বার দিয়ে...
খোলা দ্বার দিয়ে আবার যাবে ছুটে
এল যেই এল আমার আগল টুটে
খোলা দ্বার দিয়ে...
খোলা দ্বার দিয়ে আবার যাবে ছুটে
খেয়ালের হাওয়া লেগে যে খ্যাপা ওঠে জেগে
খেয়ালের হাওয়া লেগে যে খ্যাপা ওঠে জেগে
সে কি আর সেই অবেলায় মিনতির বাধা মানে
আঁখি মোর ঘুম না জানে
না বলে যায় পাছে সে
আঁখি মোর ঘুম না জানে
না বলে যায় পাছে সে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители