Pijushkanti Sarkar - Ekdin Jara Merechhilo Tare Giye текст песни
Исполнитель:
Pijushkanti Sarkar
альбом: Smaroner Patro
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
রাজার দোহাই দিয়ে
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
রাজার দোহাই দিয়ে
এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি
মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি
এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি
মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি
ঘাতক সৈন্যে ডাকি
"মারো মারো" ওঠে হাঁকি
ঘাতক সৈন্যে ডাকি
"মারো মারো" ওঠে হাঁকি
গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর
মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, "হে ঈশ্বর!"
এ পানপাত্র নিদারুণ বিষে ভরা
দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
রাজার দোহাই দিয়ে
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
রাজার দোহাই দিয়ে
এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি
মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি
এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি
মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি
ঘাতক সৈন্যে ডাকি
"মারো মারো" ওঠে হাঁকি
ঘাতক সৈন্যে ডাকি
"মারো মারো" ওঠে হাঁকি
গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর
মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, "হে ঈশ্বর!"
এ পানপাত্র নিদারুণ বিষে ভরা
দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
রাজার দোহাই দিয়ে
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
রাজার দোহাই দিয়ে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя