Others - Samukhe Shantiparabar текст песни
Исполнитель:
Others
альбом: Aapan Praner Dhan - Debabrata Biswas, Vol. 1 And Vol.2
সমুখে শান্তি পারাবার
ভাসাও তরণী হে কর্ণধার
তুমি হবে চিরসাথি, লও লও হে ক্রোড় পাতি
অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারকার
সমুখে শান্তি পারাবার
ভাসাও তরণী হে কর্ণধার
♪
মুক্তিদাতা, তোমার ক্ষমা, তোমার দয়া
হবে চিরপাথেয় চিরযাত্রার
♪
হয় যেন মর্তের বন্ধনক্ষয়
বিরাট বিশ্ব বাহু মেলি লয়
পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা-অজানার
সমুখে শান্তি পারাবার
ভাসাও তরণী হে কর্ণধার
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя