Kishore Kumar Hits

Others - Se Kon Pagal Jay Pathe Tor текст песни

Исполнитель: Others

альбом: Best Of Debabrata Biswas - Vol - 4


সে কোন পাগল যায় যায় পথে তোর, যায় চলে ওই একলা রাতে
তারে ডাকিস নে, তারে ডাকিস নে তোর আঙিনাতে
সে কোন পাগল যায়
সুদূর দেশের বাণী ও যে যায় যায় বলে, হায়, কে তা বোঝে
সুদূর দেশের বাণী ও যে যায় যায় বলে, হায়, কে তা বোঝে
কী সুর বাজায় একতারাতে
তারে ডাকিস নে, তারে ডাকিস নে তোর আঙিনাতে
সে কোন পাগল যায়
কাল সকালে রইবে না রইবে না তো
বৃথাই কেন আসন পাতো
কাল সকালে রইবে না রইবে না তো
বাঁধন ছেঁড়ার মহোৎসবে
গান, গান যে ওরে গাইতে হবে
বাঁধন ছেঁড়ার মহোৎসবে
গান, গান যে ওরে গাইতে হবে
নবীন আলোর বন্দনাতে
তারে ডাকিস নে, তারে ডাকিস নে তোর আঙিনাতে
সে কোন পাগল যায় যায় পথে তোর, যায় চলে ওই একলা রাতে
তারে ডাকিস নে, তারে ডাকিস নে তোর আঙিনাতে
সে কোন পাগল যায়

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

L-Wiz

Исполнитель

Rusko

Исполнитель