আকাশ আঁকা মনের দেয়ালের পাশ ঘেঁষে মেঘে ঢাকা, আলসে সময়গুলো বড় একা আকাশ আঁকা মনের দেয়ালের পাশ ঘেঁষে মেঘে ঢাকা, আলসে সময়গুলো বড় একা আমি অন্যরকম এক গান শুনেছি তোমায় শোনাবো চাইলেই বদলে দিবো আকাশের রং খুব চেনা সুর প্রেয়সীর মুখ বদলে দেবো আমি বৃষ্টির কান্না এঁকে দেবো চাঁদের হাসি একলা বসে ঘোর লাগা ভোরে হঠাৎ করে বদলে যাওয়া পথের ধারে ঘোর লাগা ভোরে হঠাৎ করে বদলে যাওয়া পথে আঁকছি যা খুশি ♪ অবাধ আশা আজ ভীড় করেছে এই মনে ফেলে আসা না পাওয়ার হিসেবগুলো গেছে ঘুচে অবাধ আশা আজ ভীড় করেছে এই মনে ফেলে আসা না পাওয়ার হিসেবগুলো গেছে ঘুচে আজ উড়বো আমি জাদুর পাটিতে আলাদিন কাঁদবে বসে বইয়ের পাতা ছিড়ে বানাবো নৌকা পাড়ি দেবো সেন্টমার্টিন এ রবীন্দ্রনাথ আর জীম মরিসন কে নিয়ে খাবো pizza hut এ একলা বসে রং মাখা মেঘের দেশে বদলে যাওয়া দিনের শেষে বসে, রং মাখানো মেঘের দেশে বদলে যাওয়া দিনের শেষে হঠাৎ করে ক্লান্ত আমি ভাবছি বসে দোল চেয়ারে যা খুশি