Kishore Kumar Hits

Atmahatya - 1947: Ek Shorojontro текст песни

Исполнитель: Atmahatya

альбом: Andhaar Er Doshti Bochhor


রাত্রি নিশীথ শান্ত, ঘুমে
প্রতিবাদের খসড়া, লিখে
ভয় পাই তখন, যখন
আয়নাতে নিজের মুখ দেখতে পাই
বুঝে যাই আমি এক ক্রীতদাস
বলিদান বিস্মৃত, কেন?
অঙ্গীকারের যুগে, মিথ্যে
স্বেচ্ছাচারের সাজা, কে পায়?

ক্রীতদাস আজ আবার
আমরাই
বয়ে চলি স্বাধীনতায়
মিথ্যা

শুনতে চাও কি আবার, ভুলে যাওয়া
সব সত্যি গুলো
অহেতুক মিথ্যা যা, বলেছ
মিশেছে গভীরে
বক্ষে হাত রেখে বলো, ভেবেছো
কি নিজের বাইরে?
সত্যে চেয়ে দেখ আবার, দিয়েছো
কি স্বাধীনতা?
৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর
রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে
৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর
রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে

ভুলে গেছো সবাই, দিয়ে যাওয়া
সব জীবনগুলো
ভেবে দেখো আবার, তুমি কি
ঠিক তাদেরই মতো?
সত্য সন্ধান করো, ভেবো না
যা শুনেছ সত্যি
সময় যায় না মোছা, যা কিছু
লেখা হোক না কেন!
৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর
রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে
৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর
রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители