তুমার সাদা মনের ভেতর একটু খানি কালো দাগ একে দিলাম তুলি দিয়ে কেউ না যেন বসায় ভাগ। তুমার ডাগর ঐ আখির মাঝে বাসকরে সাগর অথল নীলাম তুলে এই দুহাত ভরে যত তুমার অশ্রু জল। জীবন শুধু কি হয় সাদা কিছু কালো থাকতে হয় কালো সাদা মিলে মিশে একটা পুরো জীবন হয়। এইতো আমি নেইতো আমি আসা যাওয়ার এই ভেলায়একটু তুমি পাশেই থেক হোক জীবন ছন্দময় ছন্নছাড়া এই ছন্দ পতন আমায় শুধু ঘিরে রয় রেখেছি সুরে তবু বেধে ছন্ন ছাড়া হৃদয়। জীবন শুধু কি সাদা কিছু কালো থাকতে হয় কালো সাদা মিলে মিশে একটা পুরো জীবন হয়। না হয় তুমার হাতটা ধরে এগিয়ে যাব এ পথ পথের বাকে থামলো না হয় মিলনেরই স্বপ্নরথ কেউ যেনো না বুঝে তুমায় আমি একা বুঝতে চাই হৃদয়ে বেধেঁছি তুমার ছবি একা ধরে রাখতে চাই। জীবন শুধু কি হয় সাদা কিছু কালো থাকতে হয় কালো সাদা মিলে মিশে একটা পুরো জীবন হয। তুমার সাদা মনের ভেতর একটু খানি কালো দাগ একে দিলাম তুলি দিয়ে কেউ না যেন বসায় ভাগ তুমার ডাগর ঐ আখির মাঝে বাসকরে সাগর অতল নীলাম তুলে এ দুহাত ভরে যত তুমার অশ্রু জল জীবন শুধু কি সাদা কিছু কালো থাকতে হয় কালো সাদা মিলে মিশে একটা পুরো জীবন হয়। তুমার সাদা মনের ভেতর একটু খানি কালো দাগ।।