Friends - Premer Pakhi By Nurjahan Shilpi текст песни
Исполнитель:
Friends
альбом: Premer Pakhi By Nurjahan Shilpi
প্রেমের পাখি মারে উঁকি, হাত বাড়াইলে দেখি নাই
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
প্রেমের পাখি মারে উঁকি, হাত বাড়াইলে দেখি নাই
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
ও, মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
ও, সে আড়ালে-আবডালে বইসা নানান ঢঙে গান শোনায়
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
♪
ঢেউয়ের পিছু ঢেউ ছুটে যায়, পাখির পিছু মন
ফুলের কাছে প্রাণভ্রমরা ছুটে ছুটে যায় যেমন
ও, ঢেউয়ের পিছু ঢেউ ছুটে যায়, পাখির পিছু মন
ফুলের কাছে প্রাণভ্রমরা ছুটে ছুটে যায় যেমন
তবু পাখি মন বোঝে না, বোঝে না, করো উপায়
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
♪
পাখিটারে ভালোবাইসা করেছি সুখ বিসর্জন
প্রেমের নামে চতুর পাখি ঘোরায় পিছু সারাক্ষণ
ও, পাখিটারে ভালোবাইসা করেছি সুখ বিসর্জন
প্রেমের নামে চতুর পাখি ঘোরায় পিছু সারাক্ষণ
তবু পাখি মন বোঝে না, বোঝে না, করো উপায়
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
প্রেমের পাখি মারে উঁকি, হাত বাড়াইলে দেখি নাই
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
ও, মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
প্রেমের পাখি মারে উঁকি, হাত বাড়াইলে দেখি নাই
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
মন্ত্র বিনে এমন পাখি কী দিয়া বান্ধিবো হায়?
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя