Self Portrait - Ucchasher Ghran текст песни
Исполнитель:
Self Portrait
альбом: Odhikar
সময়ের সিঁড়িতে কষ্টের আলপনা
আহত স্বপ্নে ছুটে চলা
স্মৃতির কালো আকাশ আজ মেঘে ঢাকা
বিষাদ সিক্ত আমার নিঃশ্বাস
♪
সময়ের সিঁড়িতে কষ্টের আলপনা
আহত স্বপ্নে ছুটে চলা
স্মৃতির কালো আকাশ আজ মেঘে ঢাকা
বিষাদ সিক্ত আমার নিঃশ্বাস
তবু তোমার জন্য নীল আকাশ
অবনত শরীরে বৃষ্টি
আমার প্রার্থনার কলরবে
উচ্ছ্বাসের ঘ্রাণ
তবু তোমার জন্য নীল আকাশ
অবনত শরীরে বৃষ্টি
আমার প্রার্থনার কলরবে
উচ্ছ্বাসের ঘ্রাণ
♪
সীমার উপারে আমার রঙিন পুরী
দিগন্ত জুড়ে রোদ ছোঁয়া হাসি
ক্লান্ত দু'চোখে সাগর বয়ে চলে
আমার পৃথিবীতে গ্লানির আগুন
তবু তোমার জন্য নীল আকাশ
অবনত শরীরে বৃষ্টি
আমার প্রার্থনার কলরবে
উচ্ছ্বাসের ঘ্রাণ
তবু তোমার জন্য নীল আকাশ
অবনত শরীরে বৃষ্টি
আমার প্রার্থনার কলরবে
উচ্ছ্বাসের ঘ্রাণ
♪
তবু তোমার জন্য নীল আকাশ
অবনত শরীরে বৃষ্টি
আমার প্রার্থনার কলরবে
উচ্ছ্বাসের ঘ্রাণ
তবু তোমার জন্য নীল আকাশ
অবনত শরীরে বৃষ্টি
আমার প্রার্থনার কলরবে
উচ্ছ্বাসের ঘ্রাণ
তবু তোমার জন্য নীল আকাশ
অবনত শরীরে বৃষ্টি
আমার প্রার্থনার কলরবে
উচ্ছ্বাসের ঘ্রাণ
তবু তোমার জন্য নীল আকাশ
অবনত শরীরে বৃষ্টি
আমার প্রার্থনার কলরবে
উচ্ছ্বাসের ঘ্রাণ
তবু তোমার জন্য নীল আকাশ
অবনত শরীরে বৃষ্টি
আমার প্রার্থনার কলরবে
উচ্ছ্বাসের ঘ্রাণ
তবু তোমার জন্য নীল আকাশ
অবনত শরীরে বৃষ্টি
আমার প্রার্থনার কলরবে
উচ্ছ্বাসের ঘ্রাণ
তবু তোমার জন্য নীল আকাশ
অবনত শরীরে বৃষ্টি
আমার প্রার্থনার কলরবে
উচ্ছ্বাসের ঘ্রাণ
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя