নীল নীলের সমস্বপ্ন ভাঙার দেশে অবাধ আত্মসমর্পন মহাকালের কান্না সূর্যের নিচে সাগর থেকে পাহাড় চূড়ায় নিমেষেই হারিয়ে যাওয়া ভাবনা যেন এক অভিব্যক্তির ছবি স্মৃতির canvas-এ অবহেলায় বিষাদ সুরে জেগে ওঠে গান তুমি নেই বলে তাই বিষণ্ন সুরে রঙহীন এ গান তুমি নেই বলে তাই নিশ্চুপ এক আকাশ, ধোঁয়া ধোঁয়া মেঘ তোমার জানালায় জেগে ওঠে বিকেল সকাল পেরিয়ে ব্যর্থ স্বপ্ন মহাকালের কান্নার ইতিহাসে জন্ম-মৃত্যু আড়াল পায় নিমেষেই হারিয়ে যাওয়া ভাবনা যেন এক অভিব্যক্তির ছবি স্মৃতির canvas-এ অবহেলায় বিষাদ সুরে জেগে উঠে গান তুমি নেই বলে তাই বিষণ্ন সুরে রঙহীন এ গান তুমি নেই বলে তাই নিশ্চুপ এক আকাশ, ধোঁয়া ধোঁয়া মেঘ অবনত দিশেহারা ব্যাকুল এ জীবন ক্লান্তির চোখে আজও খুঁজি তোমায় ♪ তুমি নেই বলে তাই বিষণ্ন সুরে রঙহীন এ গান তুমি নেই বলে তাই নিশ্চুপ এক আকাশ, ধোঁয়া ধোঁয়া মেঘ