কাল শব্দে সমন কালো কালাকালি ধরে
অন্ধকার নিশি কালো, সে পরের মন্দ করে
দেখো সকল বলক্ষয় নির্বল
লাগলে কালোর অংশ
প্রলয়কালে কালো মেয়ে সৃষ্টি করে ধ্বংস
নীলকণ্ঠের কণ্ঠ কালো কালকূট বিষে
মাগো, তোমার কালো রূপে আমি হিসাব পাবো কীসে?
রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে
রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে
চরণদুটি ঘিরে আমার মন মজেছে
রাঙা পায়ে রাঙা জবা, হিসাব পাবো কীসে?
রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে
রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে
চরণদুটি ঘিরে আমার মন-
লাগলে কালোর অংশ
করি, কাঙাল হয়ে থাকতে নারি
দে মা-
রাজা করার আগে
পাঠাস তাদের যমের বাড়ি
দে মা আমায় রাজা করি
কাঙাল হয়ে-
বাড়ি বাড়ি
চরণ যে, মা-
পায়ে রাঙা জবা কেন-
পেয়ে জবা
চরণে সে-
চরণদুটি-
আমি হিসাব, হিসাব পাবো কীসে?
রাঙা পায়ে-
কাল শব্দে সমন কালো কালো
টাকা দিতে আ-কার ভুলে
টাক দিলি মা কপাল জুড়ি
টাকা দিতে আ-
পাওনাদারে আছে যে দুনিয়া ভরি
আমার-
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя