দিনবদলের গান শেষ হলে মন খারাপের কান মলে কথা দিলি মিছে স্বপ্নের আঁকিবুঁকি কাটবি না আর কাঁদবি না আর সত্যি কুড়নো বস্তা আটকে জীবন যতই সাজুক নাটুকে শূন্য ধরার জাল কথা দিলি পাতবি না আর কাঁদবি না আর যতই চলুক করাত এ হাড় পাঁজরে হোস না যতই মেশিন অন্যের নজরে চোখের জলেরা এখনো অঙ্ক না শিখে উথলালে চেপে ধরবি সজোরে কাঁদবি না আর, বল কাঁদবি না কাঁদবি না আর, বল কাঁদবি না ♪ ছেঁড়া ইচ্ছের স্তূপ জড়ো করে সোহাগী মরীচিকার হাত ধরে যেতে দেবো না বলে বারে বারে সাধবি না আর কাঁদবি না আর এর চেয়ে বরং তুলে রাখি ব্যথা অল্প রসদ জীবনে অযথা বিরহ কাতর ন্যাকা ন্যাকা গান বাঁধবি না আর কাঁদবি না আর যতই চলুক করাত এ হাড় পাঁজরে হোস না যতই মেশিন অন্যের নজরে চোখের জলেরা এখনো অঙ্ক না শিখে উথলালে চেপে ধরবি সজোরে কাঁদবি না আর, বল কাঁদবি না কাঁদবি না আর, বল কাঁদবি না কাঁদবি না আর, বল কাঁদবি না কাঁদবি না আর, বল কাঁদবি না