দেহের খোঁজে ধ্বংসস্তূপে রাত্রি নামে মৃত্যু রূপে নিখোঁজ মাঝি নৌক খোঁজে ক্লান্তি নেই তার শূন্য চোখে চলো প্রাণ হারানোর খেলা ভুলে চলে যাই বহু দূরে পথ দেখলে মন তো যাবেই তোমার সাথে ভিড়ে জানি আমি ফিরতে চাইলে সে অতীত হাত বাড়ায় জানি স্বপ্ন দেখতে চাইলে ইতিহাস ঘুম ভাঙায় জানি আমি ফিরতে চাইলে সে অতীত হাত বাড়ায় জানি স্বপ্ন দেখতে চাইলে সে ইতিহাস ঘুম ভাঙায় প্রাণ হারানোর জলের তীরে কান্না হাসি যায় যে ভেসে অচেনা সেই ভয়ের তীরে পাখিরা ফেরে স্বপ্ন নীড়ে চলো স্বপ্ন ভাঙার খেলা ভুলে গড়ে তুলি নতুন সকাল ঘুম ভাঙালে দেখতে পাবে সবুজ অন্তরাল জানি আমি ফিরতে চাইলে সে অতীত হাত বাড়ায় জানি স্বপ্ন দেখতে চাইলে ইতিহাস ঘুম ভাঙায় জানি আমি ফিরতে চাইলে সে অতীত হাত বাড়ায় জানি স্বপ্ন দেখতে চাইলে সে ইতিহাস ঘুম ভাঙায় দেহের খোঁজে ধ্বংসস্তূপে রাত্রি নামে মৃত্যু রূপে নিখোঁজ মাঝি নৌক খোঁজে ক্লান্তি নেই তার শূন্য চোখে চলো প্রাণ হারানোর খেলা ভুলে চলে যাই বহু দূরে পথ দেখলে মন তো যাবেই তোমার সাথে ভিড়ে জানি আমি ফিরতে চাইলে সে অতীত হাত বাড়ায় জানি স্বপ্ন দেখতে চাইলে ইতিহাস ঘুম ভাঙায় জানি আমি ফিরতে চাইলে সে অতীত হাত বাড়ায় জানি স্বপ্ন দেখতে চাইলে সে ইতিহাস ঘুম ভাঙায়