তুমি কাঁটার আঘাত দাও গো যারে কাঁটার আঘাত দাও গো যারে ফুলের আঘাত তার সয় না তোমার দিল কি দয়া হয় না? দিন দুনিয়ার মালিক তুমি দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? এ খেলাঘর ভাঙবে তবে কেনই-বা ঘর বাঁধলে সবাইকে কাঁদালে যত, নিজেও তত কাঁদলে সবাইকে কাঁদালে যত, নিজেও তত কাঁদলে দিন দুনিয়ার মালিক তুমি দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? ♪ যে পথে যার কাঁটায় ভরা কোন পথে সে চলবে? ও সে কোন-বা পথে চলবে? যে মুখে যার ব্যথায় ভরা কোন মুখে সে বলবে? খোদা, কোন মুখে সে বলবে? তুমি কাঁটার আঘাত দাও গো যারে কাঁটার আঘাত দাও গো যারে কাঁটার আঘাত দাও গো যারে ফুলের আঘাত তার সয় না তোমার দিল কি দয়া হয় না? খোদা, দিল কি দয়া হয় না? ♪ মুহাম্মদের নাম নিতে নিতে দম যেন মোর যায় রে আমার দম যেন মোর যায় রে মুহাম্মদের নাম নিতে নিতে দম যেন মোর যায় রে আমার দম যেন মোর যায় রে সেই কারণে বন্ধুকে মোর কবরে শোয়ায় রে আমার দম যেন মোর যায় রে ♪ যার মনের বলে লাগে গো আগুন মনের বলে লাগে গো আগুন ফাগুন হাওয়া তার সয় না তোমার দিল কি দয়া হয় না? দিন দুনিয়ার মালিক তুমি দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? তুমি কাঁটার আঘাত দাও গো যারে কাঁটার আঘাত দাও গো যারে ফুলের আঘাত তার সয় না তোমার দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না?