Kishore Kumar Hits

Rana Mazumder - Ei Ami renu Title Track текст песни

Исполнитель: Rana Mazumder

альбом: Ei Ami Renu


একা একলা, কত একলা
আজ আমি, আকাশের চেয়েও একলা
একা একলা, কি জে একলা
এ শহর, ভিড়ে আজ আমি একলা
কি করে তোকে ছাড়া বাঁচি
এভাবে আমায় ফেলে যাস না রেনু

এই, বিরান পথে
আমি হাজার আলোকবর্ষ ছুটে
পথ হারালাম না জানা ভুলে শেষমেসে
আয়ূরেখা ধরে হাঁটছি, রেনু

মহাশূন্যে, যাবে হারিয়ে
হাহাকারে মরা আমার স্বপ্ন
তোর কোলে দে মাথাটুকু ঠাঁই
আমি আজ চিরশান্তিতে ঘুমোবো
ভালো থাক, সুখে আদরে থাক
তোকে আজীবন ভালোবাসব, রেনু
তোকে আজীবন ভালোবাসব, রেনু

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Hamza

Исполнитель