সূর্য্যি মামার আছে নাকি মন মাছেদের হয় কি মন খারাপ গাছের পাতা আলাদা সব জন পাখির ডিমে কেমন লাগে তাপ পিঁপড়ে কথা বলে কোন ভাষায় হাঁটছে যেন পল্টনেরই সারি তারাদের কি কারেন্ট যায় বাসায় মশাদের কি লাগে মশারি কেমন করে ঘটছে অত্য কিম চোখ লাগিয়ে দ্যাখ না ভীতুর ডিম্ এ এক আজব খুড়োর কল মাটির ভিতর অবাক জল খুঁড়ে দেখলে সবার ভিতর যেন Science আছে এ এক আজব খুড়োর কল মাটির ভিতর অবাক জল খুঁড়ে দেখলে সবার ভিতর যেন Science আছে সবুজ গাছে Science আছে ময়ূর নাচে Science আছে রঙিন মাছে Science আছে হওয়ার টাচে Science আছে খুঁড়ে দেখলে সবার ভিতর যেন Science আছে ♪ ছোট মাছ কি training নেয় সাঁতারে লঙ্কা খেলে ঝাল লাগে কি পাখির পেঙ্গুইনের হয় কি সর্দি গর্মি Science জানে হদিশ টুকিটাকির কেমন করে ঘটছে অত কিম চোখ লাগিয়ে দ্যাখ না ভীতুর ডিম্ এ এক আজব খুড়োর কল মাটির ভিতর অবাক জল খুঁড়ে দেখলে সবার ভিতর যেন Science আছে এ এক আজব খুড়োর কল মাটির ভিতর অবাক জল খুঁড়ে দেখলে সবার ভিতর যেন Science আছে সবুজ গাছে Science আছে ময়ূর নাচে Science আছে রঙিন মাছে Science আছে হওয়ার টাচে Science আছে