টুঙ্গিপাড়ার ছোট্ট বালক কথায় যে তার আলোর ঝলক যেন ফুলকি হয়ে ওড়ে দিনে দিনে সেই সে আলো গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে গেল পড়লো সাড়া বাংলা জুড়ে টুঙ্গিপাড়ার ছোট্ট বালক কথায় যে তার আলোর ঝলক যেন ফুলকি হয়ে ওড়ে আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব ♪ একদিনে তো হয় নি নেতা পথ যে ছিল অন্ধকার এগিয়ে গেল দামাল ছেলে ভেঙে যে সব বন্ধ দ্বার একদিনে তো হয় নি নেতা পথ যে ছিল অন্ধকার এগিয়ে গেল দামাল ছেলে ভেঙে যে সব বন্ধ দ্বার '৭১ এর সেই সাতই মার্চ মহান নেতা দিলেন যে ডাক '৭১ এর সেই সাতই মার্চ মহান নেতা দিলেন যে ডাক বীর বাঙালি অস্ত্র ধরো প্রাণপণে আজ যুদ্ধ করো বাংলাদেশকে স্বাধীন করো স্বাধীন করো, স্বাধীন করো আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব ♪ বজ্রকন্ঠে ডাক দিলো সে ঘরে ঘরে দুর্গ গড়ো "জয় বাংলা" ধ্বনি তুলে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ো বজ্রকন্ঠে ডাক দিলো সে ঘরে ঘরে দুর্গ গড়ো "জয় বাংলা" ধ্বনি তুলে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ো রক্ত যখন ঝড়েছে এতই আরও রক্ত দেবো লাগুক যতই রক্ত যখন ঝড়েছে এতই আরও রক্ত দেবো লাগুক যতই আঘাত করে দিনে রাতে সবাই মিলে শক্ত হাতে মারবো ওদের জলে-ভাতে জলে-ভাতে, জলে-ভাতে আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব আমাদের শেখ মুজিব