দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
এসো এসো পার হয়ে মোর
হৃদয়-মাঝারে।
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
এসো এসো পার হয়ে মোর
হৃদয়-মাঝারে।
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
Другие альбомы исполнителя
Adho Raate Jodi
2023 · сингл
Ami Chirotore Dure Chole Jabo
2023 · сингл
Chokher Joley
2023 · сингл
Jare Haath Diye Mala
2023 · сингл
Sad Guru Charan
2023 · альбом
Bahari Ronge
2023 · альбом
Tagore Celebrated
2022 · альбом
Akashe Uthechhe Chand
2022 · сингл
Ami Bimona Bikel
2022 · сингл
Похожие исполнители
Nirmalya Roy
Исполнитель
Swagatalakshmi Dasgupta
Исполнитель
Sahana Bajpaie
Исполнитель
Project Maya
Исполнитель
Lopamudra Mitra
Исполнитель
Jayati Chakraborty
Исполнитель
Sounak Chattopadhyay
Исполнитель
Supratik Das
Исполнитель
Kaushiki Chakraborty
Исполнитель
Sourendro-Soumyojit
Исполнитель
Mekhla Dasgupta
Исполнитель
Pankaj Mullick
Исполнитель
Joy Sarkar
Исполнитель
Ajoy Chakrabarty
Исполнитель
Manomay Bhattacharya
Исполнитель
Iman Chakraborty
Исполнитель