তুমি বলতেই ছিলে খোলা ছাদ
আমি বলতেই তোমার আরাম রাত
আমার শুধুই ছিল বোবা কলম
তোমার কপাল পুড়েই আমার কালি
স্বপ্ন পিছল খায় তোমার শ্যাওলাবিদীর্ণ ছাদে
বনভুমি পুড়ে যায় তোমার গ্রীষ্মতপ্ত রাতে
সেদিনগুলোর ছিল
আমি, তুমি, আমাদের মতোন কেউ (আমি, তুমি, আমাদের)
যে যার চাঁদ দেখে, ভাগে-যোগে একাই (একাই)
♪
তোমার সকাল ছিল আবীর মতোন
আমার সাঁঝে সুগন্ধায় নামতো আঁধার
পাখি ফেরে ঠোঁটে নিয়ে সুখের খড়কুটো
নদী উঠলো কেঁদে নিথর কাতর
দু'কূল ভাসিয়ে দিলো, নদীভাঙনে তলায় দালান
ঋতু রঙ পাল্টাচ্ছে পাতার আগের মতোই
কার পালানো পথে কে দেখো আবার আঙুল দেখায়
যে যার চাঁদ দেখে, ভাগে-যোগে একাই
স্বপ্ন পিছল খায় তোমার শ্যাওলাবিদীর্ণ ছাদে (গাছে পাতা পুড়ে যায়)
বনভুমি পুড়ে যায় তোমার গ্রীষ্মতপ্ত রাতে (গ্রীষ্মতপ্ত রাতে)
সেদিনগুলোর ছিল
আমি, তুমি, আমাদের মতোন কেউ (আমি, তুমি, আমাদের)
যে যার চাঁদ দেখে, ভাগে-যোগে একাই (একাই)
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя