শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায় তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে দাবানলে পোড়া বনে ছাই ঢাকা চোরা পথে তোমার জোনাকী জানো, হাত নিশপিশানো কথা লিখি না কবিতায় যেন শিউরে না উঠো কবিতা ব্যাহত, নাকি কবি আহত? যাই হোক, তুমি তো অব্যাহত শোনো কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবে না কখনো ♪ শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা ♪ মনে যদি পাবেই ভয়, ক্ষতি তবে ক্ষতি হয়ে যায় ত্রাণের অপচয় মনে যদি পাবেই ভয়, ক্ষতি তবে ক্ষতি হয়ে যায় ত্রাণের অপচয় সরস্বতী, সে তার তানপুরাতে সুরের বৈঠা বাইবে না আর কখনো ♪ শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায় ♪ সেই তুমিই লুডোর ঘরে শুরুর প্রথম ঘর, কেন মনে হয় এঁকেবেঁকে কিলবিলিয়ে কোনমতে মনের নানান দফা সুঠাম চিত্তে পার করে সাপের ছোবল ঘরে হুট করে মাড়াই তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে জানো, হাত নিশপিশানো কথা লিখি না কবিতায় যেন শিউরে না উঠো কবিতা ব্যাহত, নাকি কবি আহত? যাই হোক, তুমি তো অব্যাহত শোনো কবি, শোনো কবি তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবে না কখনো ♪ শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায় তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে দাবানলে পোড়া বনে ছাই ঢাকা চোরা পথে তোমার জোনাকী