Kishore Kumar Hits

Mechanix - Chinno Prishtha текст песни

Исполнитель: Mechanix

альбом: Chinno Prishtha


সীমান্ত ঘেঁষে আছড়ে পড়ে কালো স্রোত
ভেসে আসে খণ্ডিত প্রাণের অভিশাপ
নীরব আক্রোশ কোটি অস্তিত্ব বিলীন
মুখ থুবড়ে পড়ে বিকলাঙ্গ ইতিহাস

সভ্যতার কেতনে একি শান্তির নিশান
দিক দিক জ্বালি মনুষ্যত্বের উদ্ধাত্ত মশাল
কাটেনি তবু কালো অন্ধকার, বিভীষিকা
নিভে যায়নি শোষণের লেলিহান শিখা

অদৃশ্য কৃত্যের আশ্রয়
বিকৃত সহস্র অসাড় দেহ
পাথর সাথে নিথর চাহনি নিভে শেষ
জন্মেছে আরেকটি করুণ অভ্যুদয়

ভ্রুণে বিষাক্ত বীজ উল্কার বেগে হারায়
শূন্যে ছড়িয়ে পড়ে বীভৎসতার অনুগত ভ্রুণ সৈনিক
ধ্বংসের নেশায় মিশে যায় রক্ত মানুষের দেহে
এ প্রজন্ম ধূপের মতো ধুকে ধুকে হয় নিঃশেষ

দমনের আগ্রাসন ভেঙেছে স্মৃতির প্রাচীর
জ্বলে ওঠার আগেই নিভে গেছে সহস্র দীপ
গড়ে অতিকায় বদ্ধভূমি নির্দ্বিধায়
অদৃশ্য কৃত্যের আশ্রয়
বিকৃত সহস্র অসাড় দেহ
পাথর সাথে নিথর চাহনি নিভে শেষ
জন্মেছে আরেকটি করুণ অভ্যুদয়
অদৃশ্য কৃত্যের আশ্রয়
বিকৃত সহস্র অসাড় দেহ
পাথর সাথে নিথর চাহনি নিভে শেষ
জন্মেছে আরেকটি করুণ অভ্যুদয়

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Vibe

Исполнитель

Owned

Исполнитель

Icons

Исполнитель