Nirmala Mishra - Dola Lagilo текст песни
Исполнитель:
Nirmala Mishra
альбом: Abar Bhalobashar Sadh Jaage
দোলা লাগিল দখিনার বনে বনে
দোলা লাগিল
বাঁশরি বাজিল ছায়ানটে মনে মনে
দোলা লাগিল দখিনার বনে বনে
দোলা লাগিল
♪
চিত্ত চপল নৃত্যে কে
ছন্দে ছন্দে যায় ডেকে
চিত্ত চপল নৃত্যে কে
ছন্দে ছন্দে যায় ডেকে
যৌবনের বিহঙ্গ ঐ
ডেকে ওঠে ক্ষণে ক্ষণে
দোলা লাগিল দখিনার বনে বনে
দোলা লাগিল
♪
বাজে বিজয়-ডঙ্কা তারই
এলো তরুণ ফাল্গুনী
জাগো ঘুমন্ত, জাগো ঘুমন্ত
দিকে দিকে ঐ গান শুনি
টুটিল সব অন্ধকার
খোলো খোলো বন্ধ দ্বার
টুটিল সব অন্ধকার
খোলো খোলো বন্ধ দ্বার
বাহিরে কে যাবি আয়
সে শুধায় জনে জনে
দোলা লাগিল দখিনার বনে বনে
দোলা লাগিল
♪
বাজে বিজয়-ডঙ্কা তারই
এলো তরুণ ফাল্গুনী
জাগো ঘুমন্ত, জাগো ঘুমন্ত
দিকে দিকে ঐ গান শুনি
টুটিল সব অন্ধকার
খোলো খোলো বন্ধ দ্বার
টুটিল সব অন্ধকার
খোলো খোলো বন্ধ দ্বার
বাহিরে কে যাবি আয়
সে শুধায় জনে জনে
দোলা লাগিল দখিনার বনে বনে
দোলা লাগিল
বাঁশরি বাজিল ছায়ানটে মনে মনে
দোলা লাগিল দখিনার বনে বনে
দোলা লাগিল
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя