সাগর আমার কোন অজানায় তুমি আছো কোন ঠিকানায় মেঘে ঢাকা ভোরের বেলায় নীল সীমানায়, নীল সীমানায় সাগর আমার কোন অজানায় তুমি আছো কোন ঠিকানায় মেঘে ঢাকা ভোরের বেলায় নীল সীমানায়, নীল সীমানায় ♪ ভেজা বালি, ভেজা পায়ে পায়ে কত না কাহিনী লেখা আছে তার গায়ে ভেজা বালি, ভেজা পায়ে পায়ে কত না কাহিনি লেখা আছে তার গায়ে স্মৃতিরা যে ডাকে কেন যে আমাকে স্মৃতিরা যে ডাকে কেন যে আমাকে ফেলে আসা সে কল্পনায় নীল সীমানায় সাগর আমার কোন অজানায় তুমি আছো কোন ঠিকানায় মেঘে ঢাকা ভোরের বেলায় নীল সীমানায়, নীল সীমানায় ♪ ভেসে আসে কত ছেঁড়া পাতা এখনো ভুলিয়ে রাখে শুধু তোমার কথা ভেসে আসে কত ছেঁড়া পাতা এখনো ভুলিয়ে রাখে শুধু তোমার কথা কুয়াশাতে ঢাকা কত ছবি আঁকা কুয়াশাতে ঢাকা কত ছবি আঁকা নতুন ভোরের এই সান্ত্বনায় নীল সীমানায় সাগর আমার কোন অজানায় তুমি আছো কোন ঠিকানায় মেঘে ঢাকা ভোরের বেলায় নীল সীমানায়, নীল সীমানায় নীল সীমানায়, নীল সীমানায়