বলবো না কথা, তোমার সাথে আমার আড়ি বলো না যতই আমায় থাকতে শশুরবাড়ি না-না, বাবা, না বলবো না কথা, তোমার সাথে আমার আড়ি বলো না যতই আমায় থাকতে শশুরবাড়ি সইবো না গঞ্জনা শাশুড়ি-ননদির যাব চলে বাপের বাড়ি বলবো না কথা, তোমার সাথে আমার আড়ি বলো না যতই আমায় থাকতে শশুরবাড়ি লা-লা-লা-লা লা লা লা-লা-লা লা-লা-লা-লা লা-লা-লা লা লা লা-লা-লা ♪ পাড়ার লোকে দোষে আমায়, আমি নাকি মন্দ তোমার সাথে সারাক্ষণ করি বসে দ্বন্দ্ব পাড়ার লোকে দোষে আমায়, আমি নাকি মন্দ তোমার সাথে সারাক্ষণ করি বসে দ্বন্দ্ব না-না, বাবা, আর সইব না মিছে দোষের বোঝা বইব না থাকবে যদি থাকো তুমি তোমার বাড়ি যাব চলে বাপের বাড়ি বলবো না কথা, তোমার সাথে আমার আড়ি বলো না যতই আমায় থাকতে শশুরবাড়ি লা-লা-লা-লা লা লা লা-লা-লা লা-লা-লা-লা লা-লা-লা লা লা লা-লা-লা ♪ মিথ্যে সুখের মোহয় বেঁধে আনলে করে বিয়ে জীবন আমার বৃথাই গেল কাঁটার জ্বালা নিয়ে মিথ্যে সুখের মোহয় বেঁধে আনলে করে বিয়ে জীবন আমার বৃথাই গেল কাঁটার জ্বালা নিয়ে না-না জ্বালায় আর জ্বলব না মুখের কথায় আর ভুলব না মিছে কথার নেই কোনো তোমার জুড়ি যাব চলে বাপের বাড়ি বলবো না কথা, তোমার সাথে আমার আড়ি বলো না যতই আমায় থাকতে শশুরবাড়ি সইবো না গঞ্জনা শাশুড়ি-ননদির যাব চলে বাপের বাড়ি বলবো না কথা, তোমার সাথে আমার আড়ি বলো না যতই আমায় থাকতে শশুরবাড়ি লা-লা-লা-লা লা লা লা-লা-লা লা-লা-লা-লা লা-লা-লা লা লা লা-লা-লা