Nachiketa Chakraborty - Keno Beche Achi текст песни
Исполнитель:
Nachiketa Chakraborty
альбом: Keno Beche Achi
বলো কেন বেঁচে আছি?
বলো কেন বেঁচে আছি?
বলো কেন বেঁচে আছি?
বলো কেন বেঁচে আছি?
বেঁচে থাকি রোজ কিসের টানে
প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে
খুঁজে গেছি জীবনের মানে
প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে
আমি খুঁজে গেছি জীবনের মানে
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
♪
লেখাপড়া শিখে সার্টিফিকেট
যদিও কপালে জোটে, পকেট টা থাকে সেই খালি
প্রতারণা শুধু জালিয়াতি চলে, মাটি ভেবে মুঠো মুঠো ভরি বালি
লেখাপড়া শিখে সার্টিফিকেট
যদিও কপালে জোটে, পকেট টা থাকে সেই খালি
প্রতারণা শুধু জালিয়াতি চলে, মাটি ভেবে মুঠো মুঠো ভরি বালি
তবুও ছুটছি (তবুও ছুটছি)
কেন তবুও ছুটছি অন্তহীন সন্ধানে
খুঁজে গেছি জীবনের মানে
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
♪
এই পৃথিবীতে ডাস্টবিনে
ফেলে দেয় খাবার, কেউ সে খাবার খুঁটে খায়
Red light মোড়ে ওই যে দাঁড়িয়ে মেয়ে
একা একা জীবনের হিসেবে মেলায়
এই পৃথিবীতে ডাস্টবিনে
ফেলে দেয় খাবার, কেউ সে খাবার খুঁটে খায়
Red light মোড়ে ওই যে দাঁড়িয়ে মেয়ে
একা একা জীবনের হিসেবে মেলায়
কেন তবুও বাঁচতে চাওয়া (তবুও বাঁচতে চাওয়া)
কেন তবুও বাঁচতে চাওয়া অলীক মায়ার বন্ধনে
খুঁজে গেছি জীবনের মানে
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বলো কেন বেঁচে আছি?
বলো কেন বেঁচে আছি?
বেঁচে থাকি রোজ কিসের টানে
প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে
খুঁজে গেছি জীবনের মানে
প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে
আমি খুঁজে গেছি জীবনের মানে
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বলো
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя