একা-নোড়ে, কানে কড়ে একা-নোড়ে, কানে কড়ে তেঁতুল পাড়ে ছরে ছরে এক হাতে তার নুনের ভাঁড়, আর এক হাতে ছুরি কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি একা-নোড়ে, কানে কড়ে তেঁতুল পাড়ে ছরে ছরে এক হাতে তার নুনের ভাঁড়, আর এক হাতে ছুরি এক হাতে তার নুনের ভাঁড়, আর এক হাতে ছুরি কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি একা-নোড়ে, কানে কড়ে তেঁতুল পাড়ে ছরে ছরে ♪ কানপুরেতে একা-নোড়ের মস্ত বড়ো মকান হরেক রকম কানের সেথা কানোহারি দোকান (কানোহারি দোকান) কানপুরেতে একা-নোড়ের মস্ত বড়ো মকান হরেক রকম কানের সেথা কানোহারি দোকান (কানোহারি দোকান) কানপাতলা সেখানে যায় কিনতে মোটা কান আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান (লম্বা দেখে কান) কানাঘুষো যা কিছু হয়, যত কানাকানি (কানাঘুষো যা কিছু হয়, যত কানাকানি) সবকিছু সেই একা-নোড়ে করেছে আমদানি একা-নোড়ে, কানে কড়ে তেঁতুল পাড়ে ছরে ছরে ♪ তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডান কান একবার কানপুরে এলেন কিনতে তার বাঁ কান (কিনতে তার বাঁ কান) একা-নোড়ে বললে, "দেখুন সময় দিতে হবে মন্ত্রীর কান আনতে গেলে দিল্লী যেতে হবে" (দিল্লী যেতে হবে) এই না বলে, একা-নোড়ে দিল্লী দিলো হাঁটা ছ'দিন পর ফিরে এলো, চক্ষু ভাঁটা ভাঁটা (চক্ষু ভাঁটা ভাঁটা) বলল কেঁদে, "নিন ফিরিয়ে আপনার টাকাটা" (বলল কেঁদে, "নিন ফিরিয়ে আপনার টাকাটা") মন্ত্রী হবার পরে ওদের সবার দু'কান কাটা একা-নোড়ে, কানে কড়ে তেঁতুল পাড়ে ছরে ছরে এক হাতে তার নুনের ভাঁড়, আর এক হাতে ছুরি এক হাতে তার নুনের ভাঁড়, আর এক হাতে ছুরি কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি একা-নোড়ে, কানে কড়ে তেঁতুল পাড়ে ছরে ছরে