এক যে ছিল মাছি তার নামটি ছিল পাঁচী এক যে ছিল মাছি তার নামটি ছিল পাঁচী উড়তে উড়তে পাঁচী গিয়ে পড়লো সাঁচী এক যে ছিল মাছি তার নামটি ছিল পাঁচী ওরে, এক যে ছিল মাছি তার নামটি ছিল পাঁচী উড়তে উড়তে পাঁচী গিয়ে পড়লো সাঁচী ♪ আর একটা মৌমাছি, তার বাড়িও সাঁচী আর একটা মৌমাছি, তার বাড়িও সাঁচী পাঁচীকে দেখে বললো, "পাঁচী, আয় দু'জনে নাচি" পাঁচীকে দেখে বললো, "পাঁচী, আয় দু'জনে নাচি" ♪ পাঁচীর হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি ওরে, পাঁচীর হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি সে বললে, "তার চেয়ে বরং..." সে বললে, "তার চেয়ে বরং গোঁফদুটো তোর চাঁচি আয় গোঁফদুটো তোর চাঁচি আয় গোঁফদু'টো তোর চাঁচি" যেই না গেল গোঁফ চাঁচতে, সেই বড় মৌমাছি যেই না গেল গোঁফ চাঁচতে, সেই বড় মৌমাছি দিলো একটা হাঁচি উড়তে, উড়তে, উড়তে, উড়তে উড়তে, উড়তে তখন পাঁচী গিয়ে পড়ল রাঁচী রাঁচীতে গিয়ে বলল পাঁচী, "মরণ হলেই বাঁচি"