Supratik Das - Sokhi Ami Na Hoy текст песни
Исполнитель:
Supratik Das
альбом: Sokhi Ami Na Hoy
সখি আমিই না হয় মান করেছিনু
আমিই না হয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি
সখি আমিই না হয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি
ফিরে গেল হরি, তোরা পায়ে ধরি
ফিরে গেল হরি, তোরা পায়ে ধরি
কেন নাহি ফিরাইলি
সখি আমিই না হয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি
♪
তারে ফিরান যে পায়ে ধরি
তার পায়ে পায়ে ফেরেন হরি
ফিরান যে পায়ে ধরি
তার পায়ে পায়ে ফেরেন হরি
পরিহরি মান
পরিহরি মান, অভিমান
তারে কেন নাহি ফিরাইলি
সখি আমিই না হয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি
♪
তোরা তো হরির স্বভাব জানিস
তার স্ব-ভাবের চেয়েও পরভাব বেশি
তোরা তো হরির স্বভাব জানিস
তার স্বভাব জেনেও রইলি স্ব-ভাবে
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
♪
তোদের পরম-পুরুষ পরবোধ হল
ডাকলি না পরবোধে
তোদের পরম-পুরুষ পরবোধ হল
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
তারে প্রবোধ কেন দিলি নে সই
প্রবোধ কেন দিলি নে সই
তোরা তো চিনিস হরিরে
প্রবোধ কেন দিলি নে সই
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
♪
হরি প্রহরী হইয়া রহিত রাধার
ঈষৎ অনুরোধে
হরি প্রহরী হইয়া রহিত রাধার
ঈষৎ অনুরোধে
তারে অনুরোধ কেন করলি নে সই
অনুরোধ কেন করলি নে সই
তোরা যে রাধার অনুবর্তিণী
অনুরোধ কেন করলি নে সই
ওরে তোরা যে আমার অনুরাধা
অনুরোধ কেন করলি নে সই
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя