Manomay Bhattacharya - Tumi Nobo Nobo Rupe текст песни
Исполнитель:
Manomay Bhattacharya
альбом: Tumi Nobo Nobo Rupe
তুমি নব নব রূপে এসো প্রাণে
তুমি নব নব রূপে এসো প্রাণে
এসো গন্ধে বরনে, এসো গানে
এসো গন্ধে বরনে, গানে
তুমি নব নব রূপে এসো প্রাণে
তুমি নব নব রূপে এসো প্রাণে
♪
এসো অঙ্গে পুলকময় পরশে
এসো চিত্তে সুধাময় হরষে
এসো অঙ্গে পুলকময় পরশে
এসো চিত্তে সুধাময় হরষে
এসো মুগ্ধ মুদিত দু'নয়ানে
এসো গন্ধে বরনে, গানে
তুমি নব নব রূপে এসো প্রাণে
তুমি নব নব রূপে এসো প্রাণে
♪
এসো নির্মল উজ্জ্বল কান্ত
এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত
এসো নির্মল উজ্জ্বল কান্ত
এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত
এসো এসো হে বিচিত্র বিধানে
এসো এসো হে বিচিত্র বিধানে
এসো দুঃখে সুখে, এসো মর্মে
এসো নিত্য নিত্য সব কর্মে
এসো দুঃখে সুখে, এসো মর্মে
এসো নিত্য নিত্য সব কর্মে
এসো সকল কর্ম অবসানে
এসো গন্ধে বরনে, গানে
তুমি নব নব রূপে এসো প্রাণে
তুমি নব নব রূপে এসো প্রাণে
এসো গন্ধে বরনে, এসো গানে
এসো গন্ধে বরনে, গানে
তুমি নব নব রূপে এসো প্রাণে
তুমি নব নব রূপে এসো প্রাণে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя