Kishore Kumar Hits

Manomay Bhattacharya - Akashe Kalo Megh текст песни

Исполнитель: Manomay Bhattacharya

альбом: Dui Prithibi


আকাশে কালো মেঘ, মন খারাপ
মন তো এখন চায় ঝলমলে রোদ্দুর
কিন্তু এলো বলে ঝিরঝিরে বৃষ্টি
তা বলে কি আমরা যা চাই, তাই যদি পাই
বলো কি মজা হতো না, ভাই
আমরা যা চাই, তাই যদি পাই
বলো কি মজা হতো না, ভাই
মনের কথা কেন হয় না সত্যি?
কেন হয় না সত্যি?
কেন হয় না সত্যি?
কেন হয় না সত্যি?

ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, মন কিন্তু ভিজে গেলো
ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, মন কিন্তু ভিজে গেলো
সারা বেলা এলোমেলো কত স্মৃতি মনে এলো
সারা বেলা এলোমেলো কত স্মৃতি মনে এলো
তা বলে কি আমরা কী চাই, কী জানি ছাই!
তাই যদি জানতাম জীবন সফল করতাম
আমরা কী চাই, কী জানি ছাই!
তাই যদি জানতাম জীবন সফল করতাম
মনের কথা কেন বুঝি না?
কেন বুঝি না?
কেন বুঝি না?
কেন বুঝি না?
আকাশে কালো মেঘ, মন খারাপ
মন তো এখন চায় ঝলমলে রোদ্দুর
কিন্তু এলো বলে ঝিরঝিরে বৃষ্টি
তা বলে কি আমরা যা চাই, তাই যদি পাই
বলো কি মজা হতো না, ভাই
আমরা যা চাই, তাই যদি পাই
বলো কি মজা হতো না, ভাই
মনের কথা কেন হয় না সত্যি?
কেন হয় না সত্যি?
কেন হয় না সত্যি?
কেন হয় না সত্যি?

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители