Kishore Kumar Hits

Manomay Bhattacharya - Biswajora Phad Petechho текст песни

Исполнитель: Manomay Bhattacharya

альбом: 15 Hits Of Rabindrasangeet


বিশ্বজোড়া ফাঁদ পেতেছ
কেমনে দিই ফাঁকি
আধেক তাহার পড়েছি গো
আধেক আছে বাকি
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ
কেমনে দিই ফাঁকি
কেন জানি আপনা ভুলে
বারেক হৃদয় যায় যে খুলে
কেন জানি আপনা ভুলে
বারেক হৃদয় যায় যে খুলে
বারেক তারে ঢাকি
বারেক তারে ঢাকি
আধেক ধরা পড়েছি যে
আধেক আছে বাকি
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ
কেমনে দিই ফাঁকি

বাহির আমার শুক্তি যেন
কঠিন আবরণ
অন্তরে মোর তোমার লাগি
একটি কান্না-ধন
বাহির আমার শুক্তি যেন
কঠিন আবরণ
অন্তরে মোর তোমার লাগি
একটি কান্না-ধন
হৃদয় বলে তোমার দিকে
রইবে চেয়ে অনিমিখে
হৃদয় বলে তোমার দিকে
রইবে চেয়ে অনিমিখে
চায় না কেন আঁখি
চায় না কেন আঁখি
আধেক ধরা পড়েছি যে
আধেক আছে বাকি
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ
কেমনে দিই ফাঁকি

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители